ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘শিক্ষাই জাতির উন্নয়নের একমাত্র হাতিয়ার’

সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ৩০ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিক্ষাই জাতির উন্নয়নের একমাত্র হাতিয়ার’

গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষাই পারে একটি জাতিকে উন্নত করতে। শিক্ষাই কোনো জাতির উন্নয়ের একমাত্র হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো জাতি দারিদ্র্যমুক্ত ও উন্নত হতে পারবে না। তাই আমরা শিক্ষাকে এত গুরুত্ব দেই।’

 

শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগে উচ্চশিক্ষা পর্যন্ত কোনো বৃত্তি দেওয়া হতো না। আওয়ামী লীগ সরকারই প্রথম সে ব্যবস্থা চালু করেছে।’

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি এসএসসি পরীক্ষার সময় পেট্রোলবোমা মেরে, হরতাল-অবরোধ দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল। তারা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। যদি তারা পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দিত, তাহলে পাসের হার আরো বেশি থাকত।’

 

বিজ্ঞান বিষয়ে পড়াশোনার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন পড়াশোনা করেছি তখন দেখতাম মানবিক বিভাগের চেয়ে বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। এখন দেখা যাচ্ছে, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমে যাচ্ছে। বিজ্ঞান, গবেষণা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।’ তাই শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৫/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়