ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন না তামিম!

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৩০ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন না তামিম!

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : চিটাগং ভাইকিংসের প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয়। বাকি আছে আরও পাঁচটি ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে জিততে হবে অন্তঃত তিনটি ম্যাচ। চারটি ম্যাচ জিততে পারলে নি:শ্বাস নেওয়ার সুযোগ পাবে। কিন্তু তিনটি ম্যাচ জিতলে প্রতিপক্ষের দিকেও তাকিয়ে থাকতে হবে। রান রেটের হিসেবে তখন কি হবে সেজন্য ভাগ্যের উপর নির্ভর করতে হবে।

 

চিটাগং ভাইকিংস সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে। এ পরাজয়ের পর বিপিএলের শিরোপা জয়ের স্বপ্ন অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে বলে মনে দলটির অধিনায়ক তামিম ইকবাল। বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলেই যে সেমিফাইনাল বা কোয়ালিফাইয়ারে খেলা সম্ভব সে কথা জানিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক।

 

সোমবার ম্যাচ শেষে এ বিষয়ে বিমর্ষ তামিম বলেন, ‘আমাদের জন্যে অনেক কঠিন হয়ে গেল। এখন আমাকে আগামী পাঁচ ম্যাচের চারটিতে ম্যাচ জিততেই হবে। এই মুহূর্তে আমার কাছে অসম্ভব মনে হচ্ছে! কিন্তু ক্রিকেটে এটা সম্ভব। তিন খেলায় পাঁচ জয় কখনোই সম্ভব না। কিন্তু পাঁচ ম্যাচে চারটা সম্ভব। এখন আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে। ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

 

পাঁচ ম্যাচ শেষে তামিমদের নামের পাশে যোগ হয়েছে মাত্র দুই পয়েন্ট। রান রেট -০.৭১৮।

 

ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে জয়ে ফিরতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু নিজেদের মাটিতে চিটাগং ভাইকিংস পরাজয়ের বৃত্তেই রয়েছে। বরিশাল বুলসের কাছে সোমবার তারা ৩৩ রানে হেরেছে। এদিন শুরুটা দূর্দান্ত করলেও মাঝপথে আর শেষ দিকের পারফরম্যান্সে তামিমের দল হেরেছে। আগে ব্যাটিং করা বরিশাল ৬৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল।

 

সেখান থেকে মাহমুদউল্লাহ রান আউট থেকে বেঁচে যান। সেকুগো প্রসন্নর ক্যাচ মিস করে ফিল্ডার। দুই জীবনে তামিমের দলের বিপক্ষে ১৭০ রান জমা করে বরিশাল। জবাবে ১৩৭ এ শেষ চিটাগং ভাইকিংস।

 

ম্যাচ শেষে তামিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা শুরুটা খুব ভালো করেছিলাম। বোলারদের থেকে এর থেকে বেশি প্রত্যাশা করা উচিত নয়। বিশেষ করে প্রথম ছয় ওভারে যেভাবে তারা বোলিং করেছে তা প্রশংসার দাবিদার। এরপর সেই পুরনো চিত্র। আবারো ক্যাচ মিস, আবারো রান আউট মিস। এগুলো আজকেও আমাদের ক্ষতি করেছে।’

 

ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়েও তামিম কিছুটা হতাশ। এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন,‘এই লেভেলের ক্রিকেটে আমি তো হাতে ধরে কিছু বুঝিয়ে দিত পারব না। এই লেভেলের ক্রিকেটে অনেক কিছু নিজের থেকে বুঝে নিতে হয়। আমার দলে এই সমস্যাটাকে বড় মনে হচ্ছে। ক্রিকেটারদের কি করা উচিত সেটা বুঝতে হবে। আমি অধিনায়ক হতে পারি, কিন্তু আমি বোলারকে বলতে পারি না যে ওভাবে বোলিং করো। আমি যখন ব্যাটিংয়ে সাধারণ ক্রিকেটার হিসেবে ব্যাট করি, তখন কিন্তু আমাকে কেউ বলে না তোমার ওভাবে ব্যাটিং করা উচিত।’

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ নভেম্বর ২০১৫/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়