ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৬০০ পাখিসহ বন কর্মকর্তাদের ফাঁদে পাখি বিক্রেতা

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬০০ পাখিসহ বন কর্মকর্তাদের ফাঁদে পাখি বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক, সাভার : উত্তরবঙ্গ থেকে আশুলিয়ায় পাখি বিক্রি করতে এসে বন কর্মকর্তাদের ফাঁদে আটকা পড়েছেন লাল মিয়া (৩০) নামে এক যুবক।

 

বৃহস্পতিবার ভোরে বিভিন্ন জাতের ৬০০ পাখিসহ লাল মিয়াকে আশুলিয়ার জিরাবো থেকে আটক করা হয়েছে। তিনি একজন পেশাদার পাখি বিক্রেতা। তার বাড়ি শেরপুর জেলার গোবিন্দগঞ্জ এলাকায়।

 

ঢাকা বিভাগের বন সংরক্ষণ কর্মকর্তা অসিত রঞ্জন বলেন, ‘উত্তরবঙ্গ থেকে একটি চক্র বাসে করে বিপুল সংখ্যক পাখি নিয়ে ঢাকায় আসার খবরে জিরাবো এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু জিরাবো এলাকায় নেমে পাখিগুলো লুকিয়ে ফেলেন বিক্রেতা। পরে ক্রেতা সেজে তার কাছ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। ’

 

উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে, ৩০০টি মুনিয়া, ৮০টি টিয়া, ২৩০টি তোতা ও একটি ময়না।  লাল মিয়ার বিরুদ্ধে বন্য প্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

রাইজিংবিডি/সাভার/২৯ সেপ্টেম্বর ২০১৬/সাফিউল ইসলাম সাকিব/উজ্জল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়