ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শূন্য রেখায় থাকা রোহিঙ্গারা এলাকা ছাড়বে না

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শূন্য রেখায় থাকা রোহিঙ্গারা এলাকা ছাড়বে না

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তবর্তী শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গারা তাদের অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে। রোববার স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, কেবলমাত্র রাখাইনে নিজেদের গ্রামে ফিরে যাওয়ার সুযোগ দিলেই তারা শূন্য রেখা থেকে সরে আসবে।

গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র একে জাতিগত নিধন বলে অভিহিত করেছে। শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে গত মাসে মাইকিং শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ। এমনকি সেখানে থাকা রোহিঙ্গাদের ভয়ভীতি প্রদর্শন করতে ইট পাটকেল, ঢিল ও বোতল ছুড়ে মারে সেনারা।

স্থানীয় রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেছেন, ‘আমাদের বাংলাদেশে প্রবেশের কোনো ইচ্ছা নেই। আমরা বাঙালি নই।’

তিনি জানান, শূন্য রেখায় তারা প্রায় ৬ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। মিয়ানমার যদি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়, সেনাবাহিনী তাদের যে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তার জন্য ক্ষতিপূরণ এবং নিজেদের গ্রামে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া না হলে তারা শূন্য রেখা থেকে সরবেন না।

তিনি বলেন, ‘আমরা আশ্রয় শিবিরে যেতে চাই না। আমরা সরাসরি আমাদের বাড়িতে যেতে চাই।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়