ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হেমন্তে শারদ পঙ্‌ক্তিমালা

আসাদ চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেমন্তে শারদ পঙ্‌ক্তিমালা

ডিয়াবাড়িতে একবেলা || আসাদ চৌধুরী

নীল গগন গভীর ভালোবেসে
     জড়িয়ে আছে গুচ্ছ গুচ্ছ কাশফুল,
শাদা মেঘের ভেলা
     ভেসে বেড়াচ্ছে
     হেসে বেড়াচ্ছে প্রেমিকের বুকে
মাঝেমধ্যে মেঘের গায়ে মেঘ জমে
     সহজে নড়তেই চায় না;
আলোকচিত্রশিল্পী বিরক্ত হয়ে
           সিগ্রেট ধরায়-
ক্যালেন্ডারের পাতার জন্য সাজুগুজু-করা
           সুদর্শনা মডেলটি
           আলো ছড়ায়
           সবুজ তৃণে তার খালি চরণের উল্লাস…


তুমুল নগরায়ণের অস্থির দাপাদাপি থেকে
     ছিটকে এসেছে বলেই কি এই উচ্ছ্বাস?
     বনবিরিক্ষির পাতাগুলো
           ঘাসের নকল করে খুশি
     খালের জলে নিজের মুখটি
           আজ বেশ নষ্ট


দূরে কোথাও ঢাকীরা ঢাক বাজায়
           কোন পূজার মণ্ডপে?



এবার শরতে || রেজাউদ্দিন স্টালিন

শারদীয়া সমাগত
দুর্গার দেখা নেই
দুর্গতিনাশিনী দুর্গরক্ষক
দশভুজা নারী
কই তার সিংহবাহিনী
তারা সব চিড়িয়াখানায় বন্দী
তাঁর ত্রিশূল গদা ও কৃপাণ
প্রদর্শিত হচ্ছে জাদুঘরে

লক্ষ্মী তার পেঁচার খোঁজে ছুটছে দিগ্বিদিক
কিন্তু কোনো বাঁশবন নেই
যেখানে থাকবে তার সুপ্রিয় বাহন

সরস্বতী কি করে আসবে
কোন জলাশয় নেই
যেখানে তার হংসযূথ ফেলবে নোঙর

নেই সেই গন্ধর্ব ময়ূর
সব অরণ্য উজাড়
কার্তিকের কণ্ঠে তীব্র হতাশার কেকা

সব মাঠ রিক্ত- রসায়ন
কীটনাশকের গন্ধে পালিয়েছে
গণেশের বিখ্যাত ইঁদুর

রণাঙ্গনে একাই অসুর
অকাল বোধনে মত্ত
কে তাকে থামাবে- কে তার
বুকের মধ্যে ভল্ল গেঁথে দেবে

ছিন্নমস্তা মাতঙ্গী চণ্ডী ত্রিশূল হস্তে
এবার শরতে পায়ে হেঁটে দুর্গা আসুক




রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৬/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়