ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাণিজ্য মেলা-২০১৬

শ্রেষ্ঠ প্যাভিলিয়ন ও ভ্যাটদাতার পুরস্কার পেল ওয়ালটন

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৩১ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রেষ্ঠ প্যাভিলিয়ন ও ভ্যাটদাতার পুরস্কার পেল ওয়ালটন

ওয়ালটনের পক্ষে পুরস্কার নিচ্ছেন গ্রুপের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর

অর্থনৈতিক প্রতিবেদক : এবারের বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন তৈরি করে শ্রেষ্ঠ প্যাভিলিয়ন ও সবচেয়ে বেশি ভ্যাট দিয়ে শ্রেষ্ঠ ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

 

রোববার বিকেলে মেলার সমাপনী দিনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে শ্রেষ্ঠ প্যাভিলিয়নের পুরস্কার নেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর। এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদের কাছ থেকে শ্রেষ্ঠ ভ্যাটদাতার পুরস্কার নেন নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো. এমদাদুল হক সরকার।

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার রেকর্ড পরিমাণ দুই কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে। এর মধ্যে ওয়ালটন দিয়েছে ১৭ লাখ ৮৫ হাজার টাকা। মেলার শেষ দিন পর্যন্ত ভ্যাট প্রদানে শীর্ষে ছিল ওয়ালটন। দ্বিতীয় অবস্থানে আছে ফার্নিচার প্রতিষ্ঠান হাতিল কমপ্লেক্স লিমিটেড (১৬ লাখ ২১ হাজার টাকা), তৃতীয় অবস্থানে আছে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড (১২ লাখ ৬০ হাজার টাকা)।

 

আর শ্রেষ্ঠ প্যাভিলিয়নে ওয়ালটনের পরে আছে ফার্নিচার প্রতিষ্ঠান হাতিল কমপ্লেক্স লিমিটেড, তৃতীয় পুরস্কার পেয়েছে তিনটি প্রতিষ্ঠান- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস ও আক্তার ফার্নিচার।

 

এর আগে সর্বোচ্চ ভ্যাটদাতার পরপর সাতবার পুরস্কার পায় ওয়ালটন। এ ছাড়া সেরা প্যাভিলিয়নের পুরস্কারও পায় অনেকবার। এরমধ্যে পরপর তিনবার পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

 

ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর রাইজিংবিডিকে বলেন, পুরস্কার পেতে সবারই ভালো লাগে। ওয়ালটন পুরস্কার পেয়েছে এটি শুধু ওয়ালটনের নয়, এটি দেশের ১৬ কোটি মানুষের। এতে করে দেশের মানুষের প্রতি ওয়ালটনের দায়বদ্ধতা বেড়ে গেল। ভবিষ্যতে টেকসই, রুচি ও পছন্দ অনুযায়ী দেশীয় পণ্য সাশ্রয়ী মূল্যে উপহার দেবে ওয়ালটন।

 

ওয়ালটন এবার মেলায় মোবাইল ফোনসহ চার শতাধিক মডেলের পণ্য নিয়ে আসে। মেলার শুরু থেকেই এসব পণ্যে নগদ ছাড়সহ হোম ডেলিভারি দেয় প্রতিষ্ঠানটি।

 

ওয়ালটন সূত্র জানান, মেলায় প্রদর্শিত চার শতাধিক মডেলের উচ্চ মানসম্পন্ন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো হচ্ছে- ৪৪ মডেলের ফ্রিজ, ৩২ মডেলের সিআরটি এবং ২৫টি মডেলের এলইডি টেলিভিশন, ৭ মডেলের এয়ার কন্ডিশনার, ১৮ মডেলের জেনারেটর, ১১ মডেলের রাইস কুকার, ৬ মডেলের আইপিএস, ২৬ মডেলের এলইডি বাল্ব, ৯ মডেলের ইলেকট্রিক সুইচ, ৮ মডেলের ইলেকট্রিক কেটলি, ১১ মডেলের ব্লেন্ডার, ১৩ মডেলের কিচেন কুকওয়্যার, ৫ মডেলের ইন্ডাকশন কুকার, ওয়াটার পিউরিফায়ার, গ্যাস স্টোভ, এয়ার কুলার, অটো ভোল্টেজ স্ট্যাবিলাইজার, রিচার্জেবল পোর্টেবল ল্যাম্প, ৪ মডেলের ওয়াশিং মেশিন, ওভেন, সুইং মেশিং, সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, ভ্যাকুয়াম ফ্লাস্ক, ৩ মডেলের কেক মেকার ও মাল্টি কারি মেকার, ২ মডেলের ওয়াটার ডিসপেন্সার, রুম হিটার, ইলেকট্রিক ওভেন, জুসার, মাল্টি কুকার, ক্লথ ড্রায়ার, রিচার্জেবল ফ্যান, ওয়েট মেশিন, টোস্টার ও স্যান্ডউইচ মেকার।

 

আরো আছে অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর, মপ সেট, ফ্যান রেগুলেটর, হোল্ডার, জাংশন বক্স, প্রাইস কম্পিউটিং ওয়েট স্কেল, এয়ার ফ্রায়ার, ফুড প্রসেসর, রুটি মেকার, স্ট্যান্ড মিক্সার, ভেজিটেবল মেকার ও প্রেসার কুকার।

 

শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিমপাশে শুরু হওয়া মাসব্যাপী মেলা শেষ হচ্ছে আজ। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা ছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৬/মামুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়