ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইংল্যান্ডের সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৩০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ডের সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়

ইংল্যান্ডের সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়ের খবর

ক্রীড়া ডেস্ক : নাক উঁচু ইংলিশ মিডিয়া বাংলাদেশের সমালোচনা করতে কখনো পিছপা হয় না। টেস্টে বাংলাদেশের যখন খারাপ সময় যাচ্ছিল তখন সবচেয়ে বেশি সমালোচনা ইংলিশরাই করেছিল। এমনকী তারা দাবি তুলেছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার!

 

কিন্তু ইংল্যান্ডের এই সফরে বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেছে তারা। ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও ইংল্যান্ডের প্রত্যেকটি সংবাদমাধ্যম বাংলাদেশের জয়কে বড় করে দেখছে। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় শোভা পাচ্ছে ইংলিশ মিডিয়ায়।

 

বিবিসি তাদের শিরোনাম করেছে, ‘ইংল্যান্ডের ধ্বসের পর বাংলাদেশের জয়’ ও ‘ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ- প্রতিক্রীয়া।’

 

ডেইলি মেইল তাদের শিরোনামে লিখেছে, ‘ঢাকা টেস্টের তৃতীয় দিনে মেহেদী হাসানের হাতে অ্যালিস্টার কুক বাহিনী ধরাশায়ী হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষেবাংলাদেশ তাদের প্রথম জয় পেয়েছে।’

 

দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছে, ‘বাংলাদেশ বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট, লাইভ : ইংল্যান্ড ৬৪ রানে ১০ উইকেট হারিয়েছে, মেহেদী ৬ উইকেট নিয়েছে- বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা দিন।’

 

ইন্ডিপেডেন্ট পত্রিকা তাদের শিরোনামে লিখেছে, ‘ঢাকায় বিধ্বস্ত ইংল্যান্ড। বাংলাদেশের ঐতিহাসিক জয়।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়