ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংসদ লাইব্রেরির বই ক্রয়ে দুর্নীতি তদন্তে স্পিকারের নির্দেশ

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংসদ লাইব্রেরির বই ক্রয়ে দুর্নীতি তদন্তে স্পিকারের নির্দেশ

শিরীন শারমিন চৌধুরী

সংসদ প্রতিবেদক : জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে জাতীয় সংসদ লাইব্রেরির বই কেনার দুর্নীতির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এতে ৫০টি বই কেনা বাবদ ৪ লাখ ১৭ হাজার টাকা বিল পরিশোধ করা হয়। এর মধ্যে তিনটি বইয়ের দাম বাবদ ধরা হয়েছে ৯১ হাজার টাকা।

 

লাইব্রেরি সূত্র জানায়, বইগুলো সরবরাহ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান ট্রেডার্স। তাদের কাছ থেকে বই বুঝে নিয়েছেন লাইব্রেরির পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন। সম্প্রতি তিনি ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে গেছেন।

 

জানতে চাইলে সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘ফটোকপি করা সংসদবিষয়ক তিনটি বই শুরুতে আমার হাতে এসেছিল। কিন্তু কাজ এতই নিখুঁত যে, বইগুলো যে ফটোকপি, তা আমি ধরতে পারিনি। পরে আমার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এসব বই আসল নয়, ফটোকপি করা। শুধু তাই নয়, সরবরাহ করার কথা ২০১৫ সালের সংস্করণ। কিন্তু তারা সরবরাহ করেছে ২০১২ সালের সংস্করণ।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৬/এনআর/মুশফিক/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়