ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সতর্ক দক্ষিণ আফ্রিকা, বললেন ডুমিনি

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সতর্ক দক্ষিণ আফ্রিকা, বললেন ডুমিনি

জেপি ডুমিনি

ক্রীড়া প্রতিবেদক : ২৪ মার্চ ২০১৫। অকল্যান্ডে বিশ্বকাপের ফাইনালের টিকিটের জন্যে লড়াই করেছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। সেমিফাইনালের সেই ম্যাচের পর এখনো পর্যন্ত মাঠে নামা হয়নি দক্ষিণ আফ্রিকানদের। রোববার বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি। এর আগে শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। মূল ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চাচ্ছেন তারা। কিন্তু বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক দক্ষিণ আফ্রিকা।

 

বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ভাবাচ্ছে। ঘরের মাঠে বাংলাদেশকে ভয়ংকর বলতেও দ্বিধাবোধ করেছেন না তারা। বৃহস্পতিবার সফরকারী দলের অলরাউন্ডার জেপি ডুমিনি বললেন, বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক অবস্থায় দক্ষিণ আফ্রিকা। অতীতের মতো নেই বাংলাদেশ।

 

ডুমিনির ভাষ্য, ‘তাদের (বাংলাদেশের) আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেড়ে গেছে। তারা এমন একটা স্কোয়াড গড়ে তুলেছে, যেই স্কোয়াডের ক্রিকেটাররা যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে পারে। যত তারা জিতবে, তাদের আত্মবিশ্বাস ততই বেড়ে যাবে। গত কয়েক সিরিজ ধরে বাংলাদেশ বেশ সফল। আমরা বাংলাদেশকে হারানোর জন্যে ম্যাচে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব।’

 

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আবারও নতুন মৌসুম শুরু করছে প্রোটিয়ারা। তাই মৌসুমের শুরুতেই হারের স্বাদ পেতে যাচ্ছে না ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা। এজন্য বাংলাদেশকে নিয়ে সফরকারী দল বেশ চিন্তিত। এক প্রশ্নের জবাবে ডুমিনি আরও বলেন, ‘দিন শেষে সবাইকে মানতে হবে, আমরা কিন্তু নিজের দেশকে প্রতিনিধিত্ব করি। কার বিপক্ষে খেলছি সেটা চিন্তার কারণ নয়। আমাদের শতভাগ দিতে হবে। আমরা খুব ভালোমত জানি এই সিরিজ কঠিন হবে। বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আর ঘরের মাঠে বাংলাদেশ কতটুকু ভয়ংকর হয়ে উঠছে তা বিগত ছয় মাসের পরিসংখ্যান ঘাটলেই বের করা যাবে।’

 

শুধু বাংলাদেশের ১১ ক্রিকেটারকে নিয়ে নয়, কন্ডিশনও দক্ষিণ আফ্রিকার বড় বাধা। এমনটিই জানালেন বাহাতি এই ব্যাটসম্যান, ‘এই সিরিজে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। গরম কন্ডিশন ম্যাচে প্রভাব ফেলবে। এগুলো সমন্বয় করতে হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, বাংলাদেশ আমাদের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে। অবশ্যই বাংলাদেশকে আমরা কাউন্টার ব্যাক করব।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/ইয়াসিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়