ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সতর্ক-সংকেত || অসীম সাহা

অসীম সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সতর্ক-সংকেত || অসীম সাহা

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তুমি সেই দুর্বিনীত বাতাসকে বলো, যে আমাকে কেবলি

                              পশ্চিমের দিকে উড়িয়ে নিয়ে যেতে চায়;

তাকে বলো, এই শরীর কোনো হালকা তুলোর আবরণ নয় যে,

ইচ্ছে হলেই তাকে উড়িয়ে নিয়ে যাবে সুদূর আকাশে।

আমি জানি, ঐ দুরন্ত বাতাস আমাকে এক ঝাপটায়

               উড়িয়ে নিয়ে যেতে পারে বঙ্গোপসাগরে;

হয়তো তাতেই আমার চিরকালের উপশম।

তবু তুমি ঐ দুর্বিনীত বাতাসকে প্ররোচিত করো না,

আমাকে তুমি একটু-একটু করে বুঝতে দাও-মাতৃস্তন্যের চাইতে

                                             মধুরতম আর কিছুই নেই।

মৃত্তিকার শেকড় থেকে উপড়ে ফেলে আমাকে তুমি পুঁতে দিয়ো না

                                             অন্য কোনো সোনালি টবে-

তাতে আমার মুক্তি নেই- সত্যিই কি মুক্তি নেই আমার?

ডুবন্ত মানুষ যেমন করে গভীর নদীতে খড়কুটো আঁকড়ে ধরে

                                              বেঁচে থাকতে চায়,

আমার এই দেহের খোলশ নিয়ে হয়তো-বা সে-রকমই বেঁচে আছি আমি!

শুধু তুমি দুর্বিনীত বাতাসকে বলো- সে যেন পশ্চিম নদীতীরে

উড়িয়ে নেবার আগেই আমাকে ছুড়ে ফেলে দেয় বঙ্গোপসাগরে;

যদি সেখান থেকে ভাসতে পৌঁছে যাই অন্য কোনো প্রার্থিত বন্দরে,

তা হলে আমার শেষ পরিণামের জন্যে আমি কাউকে দায়ী করবো না।

তবে আমার ভেজা দেহের পরতে-পরতে জমে থাকা ঘৃণার বুদ্বুদ

যদি কখনো উপচে পড়ে অচেনা মাটিতে,

আর সেখান থেকেই জন্ম নেয় কোনো সুপ্ত আগ্নেয়গিরি-

               তার জন্যে তোমরা আমাকে অভিশাপ দিও না।

কেননা যার নিজের দেহের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই,

অন্য কোনো অনিয়ন্ত্রিত বিস্ফোরণের জন্যে

               তাকে তোমরা কিছুতেই দায়ী করতে পারো না।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/এএন/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়