ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সব জেলায় রেললাইন করা হবে : রেলপথমন্ত্রী

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব জেলায় রেললাইন করা হবে : রেলপথমন্ত্রী

কুড়িগ্রাম সংবাদদাতা : যে সব জেলায় রেল যোগাযোগ নেই, সেই সব জেলায় রেললাইন সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেছেন, আলাদা করে রেলপথ মন্ত্রণালয় করে বহুবিধ প্রকল্প নেওয়া হয়েছে। পুরাতন রেললাইন সংস্কার করে নতুন রেললাইন প্রতিস্থাপন করা হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে কুড়িগ্রামের নতুন রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

কুড়িগ্রামের রেল যোগাযোগ প্রসঙ্গে নুরুল ইসলাম সুজন বলেন, ‘‘এ জেলায় এক সময় রেল যোগাযোগ ভালো ছিল, সেগুলো পুনরুদ্ধারে হাত দিয়েছি। রেল ব্যবস্থা বর্তমানে আছে কোনোটা ব্রডগেজ, কোনোটা মিটারগেজ। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশের সমস্ত রেলপথ ডুয়েল গেজে পরিণত করা হবে। যাতে দুই ধরনের ট্রেনই চলাচল করতে পারে।’’

তিনি বলেন, এ বছরের মধ্যে ৫৫০ যাত্রীবাহী কোচ নিয়ে আসা হবে। ১০০-এর মতো রেলের ইঞ্জিন নিয়ে আসা হবে। অনতিবিলম্বে কুড়িগ্রামের মানুষের রেলের ব্যাপারে যে দাবি আছে, তা পূরণ করা হবে।

এ সময় জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীসহ রেলের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

রাইজিংবিডি/কুড়িগ্রাম/২২ মার্চ ২০১৯/বাদশাহ্ সৈকত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়