ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এমবিবিএস ভর্তির ফল পুনর্নিরীক্ষার আবেদন যেভাবে

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৩ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমবিবিএস ভর্তির ফল পুনর্নিরীক্ষার আবেদন যেভাবে

নিজস্ব প্রতিবেদক : এমবিবিএস ভর্তি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য ফল পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন করবেন যেভাবে: টেলিটক অপারেটরের যেকোনো প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি ১০০০ টাকা। এতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে DGHS<Space>RSC<Space>Roll Number লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিবেন। 

 

এরপর ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাবেন। পিন নম্বর পাওয়ার পর আবার DGHS<Space>RSC<Space>Yes<Space>Pin Number লিখে পাঠিয়ে দিবেন ১৬২২২ নম্বরে। মেসেজটি পাঠানো হলে আপনার নম্বর থেকে ফি বাবদ ১০০০ টাকা কেটে নেওয়া হবে এবং ফিরতি এসএমএসে ফি জমার প্রাপ্তিস্বীকার পাবেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৬/ইয়ামিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়