ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সমতা ফেরানোর লক্ষ্যে বুধবার মাঠে নামবে বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমতা ফেরানোর লক্ষ্যে বুধবার মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া প্রতিবেদক : কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে দেশের ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

সফরকারীদের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে যায় বাংলাদেশ। কিন্তু লো স্কোরিং তৃতীয় ওয়ানডেতে দারুণ এক জয় তুলে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগ্রেসরা। এখন বাংলাদেশ দল সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখতে শুরু করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই বুধবার সকাল সাড়ে নয়টায় মাঠে নামবে রুমানা-কুবরারা।

সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ছুড়ে দেওয়া ২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি করতে পারেনি।

দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ছুড়ে দেওয়া ২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ১৭ রানে হেরে যায় টাইগ্রেসরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রানের বেশি করতে পারেনি রুমানা-শারমিনরা।

তবে তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। কিন্তু খাজিদাতুল কুবরার অসাধারণ বোলিংয়ে এই রানেই জয় পায় বাংলাদেশের মেয়েরা। ৩১.২ ওভারে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলকে কুবরা-জাহানারা-পান্নারা অলআউট করে দেয় ১২৬ রানে। ১০ রানের আত্মপ্রত্যয়ী এক জয় পায় বাংলাদেশ।


লো স্কোরিং ম্যাচেও জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাস ও ফুরফুরে মেজাজ নিয়ে বুধবার সকালে মাঠে নামবে রুমানা বাহিনী। আরো একটি জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাক টাইগ্রেসরা, তেমনটাই প্রত্যাশা সবার।

 


রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়