ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জে ৩ লাখ ৪৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

মো. মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে ৩ লাখ ৪৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী শনিবার হবিগঞ্জে ৩ লাখ ৪৫ হাজার ৭৮৪টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মিলনায়তনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. দেবপদ রায় জানান, ১০ ডিসেম্বর ৬-১১ মাস বয়সী ৪০ হাজার ৯৭৭টি শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৮০৭টি শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’  ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

 

তিনি জানান, জেলার স্থায়ী ও অস্থায়ী ১৮৮৬টি টিকাকেন্দ্রে শিশুদের টিকা খাওয়ানো হবে।

 

 

রাইজিংবিডি/হবিগঞ্জ/৮ ডিসেম্বর ২০১৬/মো. মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়