ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৬ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএসএফের গুলিতে খাইরুল হক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

 

বুধবার ভোরে ফুলবাড়ীর ধর্মপুর সীমান্তের ৯৪২ নম্বর পিলারের কাছে  ঘটনা ঘটে। খাইরুল ধর্মপুর গ্রামের সহিদার রহমানের ছেলে।

 

কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাকির হোসেন বলেন, ‘ফুলবাড়ীর ধর্মপুর সীমান্তের ৯৪২ নম্বর পিলারের কাছে খাইরুল গরু আনতে যান। এ সময় ভারতের সেউতি-২ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাইরুল গুলিবিদ্ধ হন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে  বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।’

 

 

 

রাইজিংবিডি/কুড়িগ্রাম/১৬ নভেম্বর ২০১৬/বাদশাহ সৈকত/সুজন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়