ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মার্কিন ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা ট্রাম্পের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৭, ১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্কিন ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে মঙ্গলবার ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভাঙ্গন নয় বরং ঐক্যবদ্ধভাবে কাজ করে আমেরিকার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার ভাষণে।

ট্রাম্প বলেছেন, ‘আলোকবর্তিকা এখন আমাদের হাতে। আমরা একে বিশ্বকে আলোকিত করতে ব্যবহার করব। আজ রাতে আমি এখানে এসেছি একতা ও শক্তিশালী হওয়ার বার্তা দিতে এবং এই বার্তা আমার অন্তরের অন্তস্থল থেকে আসা। আমেরিকাকে মহান করার নতুন অধ্যায় এখন থেকে শুরু হলো।  একটি নতুন জাতীয় অহংকার আমাদের দেশজুড়ে বয়ে যাচ্ছে এবং আশাবাদের ঢেউ জেগে উঠেছে, অসম্ভব স্বপ্নগুলো আমাদের মুষ্টিবদ্ধ হতে যাচ্ছে।’

মঙ্গলবার রাত ৯টায় ট্রাম্প তার ভাষণা শুরু করেন। এর আগে কংগ্রেসে তার প্রবেশের পর রিপাবলিকান সদস্যরা উঠে দাঁড়ালেও ডেমোক্রেটরা তাদের আসনেই বসা ছিলেন। কংগ্রেসে ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেছিলেন তার স্ত্রী মেলানিয়াও। ট্রাম্পের প্রায় ঘন্টাব্যাপী ভাষণের শব্দ সংখ্যা ৪ হাজার ৫৯৬ । অবশ্য তার পূর্বসূরী ওবামার ভাষণে শব্দ সংখ্যা ছিল ৬ হাজার ৮২৪।

ট্রাম্প তার ভাষণে অভিবাসন নীতি নিয়ে আগের চেয়ে সুর নরম করেছেন। তিনি বাস্তবমুখী ও ইতিবাচক অভিবাসন নীতি প্রণয়নেরও ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘যেহেতু আমরা আমেরিকানদের চাকরি ও মজুরি বৃদ্ধি, আমাদের জাতীয় নিরাপত্তা জোরদার এবং আইনের প্রতি আমাদের সম্মান ফিরিয়ে দিতে চাচ্ছি, সেহেতু আমি বিশ্বাস করি বাস্তব ও ইতিবাচকভাবে অভিবাসন আইন সংস্কার সম্ভব।’

স্বাস্থ্যসেবা সংক্রান্ত আলোচিত ওবাম কেয়ার বিল বাতিলেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে এর জায়গায় নতুন স্বাস্থ্যনীতির বিষয়ে তিনি কিছুই জানাননি। ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি কংগ্রেসকে ওবামা কেয়ার বাতিলের আহ্বান জানাচ্ছি। এর পরিবর্তে স্বল্প ব্যয়, ব্যাপক সুযোগ, আরো বিস্তৃত এবং একই সময় আরো ভালো স্বাস্থ্যসেবার বিধান রেখে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়নের আহ্বান জানাচ্ছি।’

ট্রাম্প মধ্যপ্রাচ্যের চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটকে দমনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এরজন্য তিনি মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নেরও ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ প্রতিশ্রুতি অনুযায়ী, মুসলিম ও খ্রিষ্টান নারী-পুরুষ এবং সব ধর্ম ও বিশ্বাসের শিশুদের হত্যাকারী আইএসআইএসকে ধ্বংসের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আমি নির্দেশ দিয়েছি। আমরা এই জঘন্য শত্রুকে বিশ্ব থেকে নির্মূলের জন্য মুসলিম বিশ্বসহ আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে যাব।’




রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়