ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ৪ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ইয়ার্ড শ্রমিকরা।

 

দাবি মেনে নেওয়ায় রোববার সকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

 

শনিবার দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন। 

 

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছফর উদ্দিন ও সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বলেন, ‘পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমীন বাবুল আমাদের অফিসে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত বৈঠক করে শ্রমিকদের দাবি মেনে নেন।

 

আমদানি-রপ্তানি পণ্য লোড ৪ টাকা ও আনলোড ৪ টাকা করে বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এখন থেকে লোড প্রতিটন ১৯ টাকা ৫০ পয়সা এবং আনলোড প্রতিটন ১৯ টাকা ৫০ পয়সা পাবে শ্রমিকরা।

 

 

রাইজিংবিডি/লালমনিরহাট/৪ ডিসেম্বর ২০১৬/মোয়াজ্জেম হোসেন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়