ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সরকারি কর্মচারীদের কাজ নিয়মিত মূল্যায়ন করা হবে

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি কর্মচারীদের কাজ নিয়মিত মূল্যায়ন করা হবে

অর্থনৈতিক প্রতিবেদক : এখন থেকে সরকারি কর্মচারীদের কাজ এখন একটি নির্দিষ্ট নিয়মের আওতায় মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরও মূল্যায়ন তৈরি করা হবে।

 

মঙ্গলবার বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেন, সরকারি কর্মচারীদের কাজ নির্দিষ্ট নিয়মের আওতায় মূল্যায়িত হওয়া অবশ্যই একটি ইতিবাচক বিষয়।

 

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে কাজ করেই সমাদৃত হতে হবে। সেজন্য আমাদের কাজের মূল্যায়ন বাকি সবার ওপর ছেড়ে দিতে হবে। মন্ত্রণালয়েরর বিভিন্ন দপ্তরের মধ্যে বার্ষিক সমঝোতা স্মারক পৃথিবীর বিভিন্ন দেশে সফল হয়েছে। এতে করে কাজে গতিশীলতা যেমন আসে তেমনিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হয়।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমলাতন্ত্রকে নাড়া দিয়ে গতিশীলতা আনতে হলে পরিবর্তন আনতেই হবে। এক্ষেত্রে বার্ষিক সমঝোতা স্মারক একজন সরকারি কর্মচারীর কাজকে সংখ্যাতত্ত্ব দিয়ে বিশ্লেষণ করে পুরস্কার অথবা তিরস্কারের ব্যবস্থা করা সম্ভব হবে।’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা বিভাগের সচিব সফিকুল আজম। তিনি বলেন, ‘কাজের মূল্যায়নের ভিত্তিতে যে কয়েকটি মন্ত্রণালয় প্রথম সারিতে আছে পরিকল্পনা মন্ত্রণালয় তাদের মধ্যে অন্যতম। পরিকল্পনা মন্ত্রণালয় ১০০ মানের মধ্যে ৯৬.১ মান অর্জন করেছে।’

 

প্রসঙ্গত, এই বার্ষিক কর্মসম্পাদন সমঝোতা স্মারকের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ১২টি প্রতিষ্ঠান এ অর্থবছরে তাদের লক্ষমাত্রা ধার্য করে সে মোতাবেক কর্ম সম্পাদন করবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৫/হাসান/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ