ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করবে সিটি করপোরেশন

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৩১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করবে সিটি করপোরেশন

অর্থনৈতিক প্রতিবেদক: দেশের প্রত্যেক সিটি কর্পোরেশনকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের দায়িত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে ১১টি সিটি কর্পোরেশনের মেয়রদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সোমবার বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রকল্পের সঙ্গে জনগণকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, উন্নয়ন তত বেশি টেকসই হবে। বিশ্বের প্রতিটি দেশেই উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হয়। আমাদের এখানেও এ কাজের মধ্য দিয়ে সব স্তরের জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করা হবে।

 

সিটি কর্পোরেশনগুলো নিজেদের অর্থায়নে অথবা স্পন্সর দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে সহায়তা করবে বলে বৈঠকে জানানো হয়।

 

ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন ইতিমধ্যে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শহরে বিলবোর্ড থাকলেও তা হতে হবে নিয়মতান্ত্রিক। আমরাও বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের বিলবোর্ড প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছি। এক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, উন্নয়ন কার্যক্রমকে সবার সামনে তুলে ধরার মাধ্যমে আমরা নতুন ধারণা পাবো।

 

নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে তা প্রচারেরও ব্যবস্থা করতে হয়। এতে কেউ সমালোচনা করলেও অন্তত একটি পথ বের হয়ে আসে। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার জন্য এটি দরকার।

 

বরিশাল সিটি মেয়র আহসান হাবীব কামাল বলেন, দলমত নির্বিশেষে উন্নয়ন সবার জন্য। আমরা রাজনীতি করি উন্নয়নের জন্য। দেশব্যাপী এই উন্নয়ন প্রচার কার্যক্রমকে আমি সমর্থন জানাই।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরকে কেন্দ্র করে পরিকল্পনা মন্ত্রণালয় দেশের ১১টি সিটি কর্পোরেশনে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিলবোর্ড প্রদর্শন করতে যাচ্ছে। এ মাসের মাঝামাঝিতে এ বিলবোর্ড প্রদর্শন শুরু হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৫/হাসান/রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়