ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সরকারের কালো তালিকায় চায়না হারবার

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারের কালো তালিকায় চায়না হারবার

বিশেষ প্রতিবেদক : চীনের রাষ্ট্রায়ত্ত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাক লিস্টেড) করেছে সরকার।

প্রতিষ্ঠানটি একজন সচিবকে ৫০ লাখ টাকা ঘুষের প্রস্তাব দিয়েছিল। সচিব এ বিষয়টি সরকারকে অবহিত করলে চায়না হারবারকে কালো তালিকাভুক্ত করা হয়।

মঙ্গলবার বিকেলে ঢাকা সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এনেট ডিক্সনের সঙ্গে সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী কালো তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো দেশে কাজ করতে পারে না।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সচিবকে কেন শাস্তি দেব? সে তো বিষয়টি সরকারকে অবহিত করেছে।

চীনের ঠিকাদার প্রতিষ্ঠানটি বাংলাদেশের বেশ কয়েকটি প্রকল্পের ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে। ওইসব প্রকল্পের কী হবে। ঠিকাদার প্রতিষ্ঠানটি কোন কাজের পরিপ্রেক্ষিতে কী ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল কী না-এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, কেবলতো ব্ল্যাক লিস্টেড। এখন সরকার সিদ্ধান্ত নেবে ওইসব প্রকল্প কীভাবে বাস্তবায়ন করা হবে। আর হ্যাঁ, সুনির্দিস্ট কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য নয়, ওই সচিবকে সম্ভবত খুশি রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সচিব তাদের অবৈধ অফার গ্রহণ করেননি। বরং তিনি সময়মত সরকারকে ঘটনাটি জানিয়ে দেন। তিনি একটি ভাল দৃষ্টান্ত দেখিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়