ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব সংসদে উঠছে

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব সংসদে উঠছে

সংসদ প্রতিবেদক : একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় নিহতদের স্মরণে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব নিয়ে ১১ মার্চ সংসদে আলোচনা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান।

স্পিকার বলেন, ৯ মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা সমাপ্ত হবে। ১১ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন চলমান থাকবে।

গত ১৫ ফেব্রুয়ারি সংসদে এক অনির্ধারিত আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের আহ্বান জানান। তোফায়েল আহমেদের প্রস্তাবকে সমর্থন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন স্পিকার শিরীন শারমিন বলেন, ২৫ মার্চে গণহত্যা দিবস পালনের দাবি সম্বলিত একটি প্রস্তাব আমি ইতোমধ্যেই পেয়েছি। আমাদের একজন সংসদ সদস্য বিষয়টি দিয়েছেন। আমরা অগ্নিঝরা মার্চের যেকোনো একদিন সংসদের বৈঠকে আলোচনা করব।

পাকিস্তান থেকে প্রকাশিত একটি বইয়ে ২৫ মার্চে সংঘটিত গণহত্যা নিয়ে ‘মিথ্যা’ তথ্যের বিরুদ্ধে সংসদে আলোচনার সূত্রপাত করেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। এরই পরিপ্রেক্ষিতে ২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের দাবি ওঠে।



রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৭/নৃপেন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়