ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিততে নিউজিল্যান্ডের চাই ২৭২

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিততে নিউজিল্যান্ডের চাই ২৭২

৮৫ রানের ইনিংস খেলার পথে শট খেলছেন এবি ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়টা নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ তৃতীয় ওয়ানডে যারা জিতবে তারাই এগিয়ে যাবে পাঁচ ম্যাচ সিরিজে।

সেই লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি ককের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য নিউজিল্যান্ডের চাই ২৭২ রান।

ইনিংস সর্বোচ্চ ৮৫ রান এসেছে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। ৮০ বলে ৭ চার ও এক ছক্কায় সাজানো এই ইনিংস খেলার পথে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ড গড়েছেন প্রোটিয়া অধিনায়ক।

৭০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন ডি কক। এ ছাড়া ফাফ ডু প্লেসি ৩৬ ও ওয়েইন পারনেল করেন ৩৫ রান। ১৮০ রানে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে ডি ভিলিয়ার্স-পারনেলের ৮৪ রানের জুটিটাই মূলত প্রোটিয়াদের ২৭১ রানের পুঁজি এনে দিয়েছে।

৪০ রানে ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার কলিন ডি গ্র্যান্ডহোম। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন ও মিচেল স্যান্টনারের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়