ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিক সায়েম হত্যার আসামি সামাজুলের রিমান্ড মঞ্জুর

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ৩০ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক সায়েম হত্যার আসামি সামাজুলের রিমান্ড মঞ্জুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে দৈনিক সমকালের প্রতিনিধি ও জাসদ নেতা আবু সায়েম (৩৫) হত্যার সঙ্গে জড়িত আটক সামাজুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আমিনুল ইসলাম পুলিশের ৬ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সামাজুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

উল্লেখ্য, গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়িতে সন্ত্রাসী রাজিব তাকে কুপিয়ে আহত করে। ৮ জুলাই সায়েম ঢাকা মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  এ ঘটনায় ৯ জুলাই  নিহত সাংবাদিক সায়েমের স্ত্রী রেশমা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার প্রধান আসামি রাজিবের (৩২) স্বীকারোক্তিতে পুলিশ গত ২৩ জুলাই  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলীনগর গ্রামের মৃত মোশারফের ছেলে সামাজুলকে আটক করে। এরপর তাকে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে করে আদালতে সোপর্দসহ ৬ দিনের রিমান্ড আবেদ করে মামলার তদন্তকারী অফিসার এসআই লুৎফুল কবীর। এই আবেদনের প্রেক্ষিতে সামাজুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

 

 

 

রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/৩০ জুলাই ২০১৫/এম এ মামুন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়