ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইবিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৩০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দূতাবাসের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। খুব শিগগিরই সংশিষ্ট দূতাবাসগুলোতে ভর্তির নির্দেশিকা পাঠানো হবে।

 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৬৭তম সিন্ডিকেটে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে অধ্যাদেশ পাস হয়। এরপর বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে আর কোনো উদ্যোগ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিদেশি ছাত্র-ছাত্রীদের আবাসনের জন্য নির্মাণ করা হয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আর্ন্তজাতিক ব্লক। কিন্তু বর্তমানে কোনো বিদেশি শিক্ষার্থী না থাকায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এ ব্লকটি ব্যবহার করছেন।

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/৩০ নভেম্বর ২০১৬/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়