ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নতুনদের পারফরম্যান্স মূল্যায়ন করছেন হাবিবুল

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুনদের পারফরম্যান্স মূল্যায়ন করছেন হাবিবুল

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের নিয়মিত ক্রিকেটাররা পরীক্ষিত। তাদের পারফরম্যান্স নিয়ে বিসিবির নির্বাচক প্যানেলের আলাদা কোনো ভাবনা নেই। নির্বাচক প্যানেল তাকিয়ে বিপিএলে নতুনদের পারফরম্যান্সের দিকে।

 

নতুনদের পারফরম্যান্স মূল্যায়ন করছেন তারা। জানালেন দলের নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন। সোমবার মিরপুর শের-ই-বাংলা হাবিবুল বাশার সুমন বলেন,‘আমি আসলে বিপিএলে নতুন খেলোয়াড়দের দিকে তাকিয়ে। ব্যক্তিগতভাবে আমি তাকিয়ে নতুন কোন খেলোয়াড়টা উঠে আসল। বিপিএলের প্রতিটি আসর পাইপলাইনের কিছু না কিছু খেলোয়াড় যোগান দেয়। আমি আসলে এদিকেই তাকিয়ে থাকি, তাদের দিকে। তারা কিভাবে খেলছে, ম্যাচ পরিস্থিতিতে কতোটা মানিয়ে নিতে পারছে। কতোটা নিবেদন তাদের মধ্যে আছে সেটা বের করা চেষ্টা করছি।’

 

হাবিবুল বাশার নিশ্চিত করেই নতুন কোনো না কোনো ক্রিকেটারকে আলাদা করে দেখেছেন। নতুনদের পারফরম্যান্স মূল্যায়ন করছেন। কিন্তু এখনই তিনি তাদের নাম বলতে আগ্রহী নন। বিপিএলের পর্দা নামার পরই তাদের নিয়ে ঢেলে পরিকল্পনা সাজানোর কথা জানালেন জাতীয় দলের প্রাক্তন এ অধিনায়ক।

 

তার ভাষ্য,‘বিপিএলে নতুনদের পুরোটা সময় দেখতে চাই। শুরুতেই নাম বলাটা সমীচিন মনে করি না। পুরো টুর্নামেন্ট শেষ হলেই মূল্যায়ন করতে পারব বিপিএল থেকে আমরা কাকে পেলাম, কাকে ভবিষ্যতের জন্য ভাববো।’ জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন,‘জাতীয় দলের খেলোয়াড়রা সবাই কিন্তু পরীক্ষিত। রান করে এসেছেন, করছেন এবং করবেনও। মূল ক্রিকেটার সবাই কিন্তু কম-বেশি ভালো করছে। কেউই কিন্তু খারাপ করছে না।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৬/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়