ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাইফের ব্যাটে এগুচ্ছে ঢাকা বিভাগ

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাইফের ব্যাটে এগুচ্ছে ঢাকা বিভাগ

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন এলইডি টেলিভিশন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ ও বরিশাল ‍বিভাগ।

 

বরিশাল বিভাগের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ঢাকা বিভাগ ৫৪ ওভার শেষে ২ উইকেটে ১৭০ রান তুলেছে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসানের দৃঢ়তায় বড় পুঁজির পথে ঢাকা। ডানহাতি এ ওপেনার ৭৫ রানে ব্যাটিং করছেন।

 

ইনিংসের প্রথম বলে সাজঘরে ফিরেন রনি তালুকদার (০)। পেসার তৌহিদুলের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন রনি। দ্বিতীয় উইকেটে স্কোরবোর্ডে শতরান যোগ করেন সাইফ হাসান ও জাহিদুজ্জামান। এ সময়ে দ্যূতি ছড়িয়ে হাফসেঞ্চুরি তুলে নেন জাহিদুজ্জামান। কিন্তু হাফসেঞ্চুরির পর তার ইনিংস বাড়েনি। ৯৫ বলে ৬ বাউন্ডারিতে তার ৫৭ রানের ইনিংসটি থামে তৌহিদুলের বলে।

 

তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন সাইফ ও রকিবুল হাসান। এ সময়ে সাইফ হাসান ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে নেন। হাফসেঞ্চুরির পরও উইকেটের চারিপাশে রান তুলে যাচ্ছেন সাইফ। অন্যদিকে রকিবুল হাসান ৩৮ রানে মনির হোসেনের বলে সাজঘরে ফিরেন। ২২ গজের ক্রিজে সাইফের নতুন সঙ্গী তাইবুর রহমান।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়