ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাত খুনের রায়ে সন্তোষ, অন্যান্য হত্যার বিচার দাবি

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত খুনের রায়ে সন্তোষ, অন্যান্য হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বহুল আলোচিত সাত খুন মামলার রায়ে নারায়ণগঞ্জের বিশিষ্টজন ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

তারা দাবি জানিয়েছেন, সাত খুনের রায়ের মতো নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ডেরও বিচার করা হোক।

তাদের মতে, এ রায়ে প্রমাণ হলো আইনের শাসন প্রয়োগ করা গেলে এ ধরনের হতাকাণ্ডের বিচার হওয়া সম্ভব। এ রায় উচ্চ আদালত একইভাবে বহাল রেখে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি মঙ্গলবার রাইজিংবিডিকে বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো সরকার যদি চায় তাহলে বিচার দ্রুত এবং সুষ্ঠুভাবে করা সম্ভব। সরকার যদি হত্যাকাণ্ডগুলি নিয়ে রাজনীতি করতে না চায়, তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। এই রায়কে সাধুবাদ জানিয়ে বলবো যেন উচ্চ আদালতে এই রায় বহাল থাকে এবং দ্রুত কার্যকর করে।’

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জে এই সাত খুন ছাড়াও বেশকিছু আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে রয়েছে ত্বকী, মিঠু ও চঞ্চল হত্যা। এখনো ত্বকী হত্যার চার্জশিটও দেওয়া হয়নি। আমরা চাই সাত খুনের মতো এসব হত্যাকাণ্ডেরও বিচার করা হোক।’

জাতীয় মানবাধিকার সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, ‘এ রায়ে প্রমাণ হলো আইনের শাসন প্রয়োগের সদিচ্ছা থাকলে এ ধরনের হতাকাণ্ডের বিচার হওয়া সম্ভব। তবে শুধু এই রায় নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই না। নারায়ণগঞ্জে অনেকগুলো আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে। যেমন ত্বকী হত্যা মামলার এখনো চার্জশিট হয়নি। নারায়ণগঞ্জের অন্যান্য আলোচিত হত্যারও বিচার করা হোক। সরকার ও আইন বিভাগ স্বাধীন হলে এসব হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব।’

এ ব্যাপারে কবি ও সংঙ্গীতকার আহমেদ বাবলু বলেন, ‘এ রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট হয়েছি বলবো না। তবে স্বস্তি পেয়েছি। একের পর এক হত্যাকাণ্ডে আজ নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও আতংকের জনপদ হিসেবে বিবেচিত করে মানুষ। এ রায়ে নারায়ণগঞ্জ কলঙ্কমুক্ত হয়েছে। দেশের মানুষ স্বস্তি পেয়েছে। অপরাধী যত ক্ষমতাধরই হোক না কেন তারা কেউ আইনের ঊর্ধ্বে না। এ রায়ের কারণে এমন হত্যাকাণ্ড আর কেউ ঘটাতে সাহস পাবে না। আমরা দাবি করবো উচ্চ আদালত একইভাবে এই রায় বহাল রেখে দ্রুত রায় কার্যকর করবে।’

উদীচীর নারায়ণগঞ্জ শাখার সহ সভাপতি মাইনুদ্দিন মানিক বলেন, ‘একটি রাষ্ট্রে স্বাধীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সাত খুনের মতো রায় এবং তা দ্রুত কার্যকর করার পদক্ষেপ রাষ্ট্রের জন্য মঙ্গল। আর কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে না। সন্ত্রাসী-অপরাধীরা কোনো দলের নয়। অপরাধীদের পরিচয় শুধুই অপরাধী। এ কারণে সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা দরকার। এ রায়ের মতো অন্য সব আলোচিত হত্যাকাণ্ডের বিচার করা হোক।’ 

নগরবাসীর কেউ কেউ তাদের প্রতিক্রিয়ায় বলেন, সাতটা পরিবারকে নিঃস্ব করে দিয়েছে  হত্যাকারীরা। তাদের বিরুদ্ধে উপযুক্ত সাজার রায় দিয়েছেন আদালত। এ রায় উচ্চ আদালতে বহাল রেখে দ্রুত কার্যকর করা হলে অপরাধীদের কাছে তা দৃষ্টান্ত হবে। তাহলে আর কোনো অপরাধী এমন হত্যাকাণ্ড ঘটাতে সাহস পাবে না।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৭ জানুয়ারি ২০১৭/হাসান উল রাকিব/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়