ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সানী জুবায়ের ‘চাঁদের সরোবরে’

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সানী জুবায়ের ‘চাঁদের সরোবরে’

সানী জুবায়ের

বিনোদন ডেস্ক : প্রকাশিত হলো সানী জুবায়েরের অষ্টম একক অ্যালবাম চাঁদের সরোবরে। অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন স্যামুয়েল হক। গানের সুর করেছেন ফয়সাল আহমেদ ও সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান। এটি বাজারে এনেছে জি-সিরিজ।


এতে গান রয়েছে মোট ৮টি। গানগুলোর শিরোনাম হলো- চাঁদের সরোবরে, মুখটা তোমার, মন খারাপ, নিদ্রাহীন, মাগো মা, ভাসিয়ে অকূলে, তোমার সুরে ও চোখের জলে।

 
সানী জুবায়ের জানান, অন্যদের আয়োজনে অ্যালবামটি তৈরি হলেও গানে তার নিজস্ব গায়কি খুঁজে পাবেন শ্রোতারা। এতে আধুনিক কথার লিরিকে দেয়া হয়েছে রাগাশ্রয়ী সুর। সংগীতায়োজনেও এ সময়কে তুলে ধরা হয়েছে।


এর আগে সানী জুবায়েরের প্রকাশিত অ্যালবামগুলো হল ‘নির্জন স্বাক্ষর’, ‘আপনা খেয়াল’, ‘অজস্র কবিতা’, ‘অদ্ভুত আঁধার এক’, ‘যুগলসন্ধি’ ও ‘কেন মেঘের ছায়া’।


রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৫/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়