ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাবিনা আনোয়ারের ‘নিভৃত স্বপ্ন এবং...’

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবিনা আনোয়ারের ‘নিভৃত স্বপ্ন এবং...’

সাবিনা আনোয়ার ও তার বই

নিজস্ব প্রতিবেদক, সিলেট : কবিতার সঙ্গেই সাবিনা আনোয়ারের সখ্য। কবিতাপাড়ায় ইতিমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘নিভৃত স্বপ্ন এবং...’। দুয়েকদিনের মধ্যেই বইটি মেলায় আসবে বলে জানিয়েছেন সাবিনা আনোয়ার।

 

৬৪টি কবিতা দিয়ে সাজানো বইটি প্রকাশ করছে সিলেটের প্রকাশনী চৈতন্য। প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। চার ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

 

কাব্যগ্রন্থটির ভূমিকা লিখেছেন সেন্টার ফর হায়ার অ্যাডুকেশন এন্ড রিসার্চ, বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. শফিউদ্দিন আহমদ।

 

নিজের প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে সাবিনা আনোয়ার বলেন, ‘যাপিত জীবন বাস্তবতায় সাহিত্য চর্চা আমার। কবিতা ভালোবাসি। আশা করি ‘নিভৃত স্বপ্ন এবং...’ বইটি পাঠকমহলে সমাদৃত হবে।’

 

সাবিনা আনোয়ারের বাড়ি সিলেটে। তিনি সিলেট সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলওয়ারের স্ত্রী।

 

 

রাইজিংবিডি/সিলেট/৫ ফেব্রুয়ারি ২০১৬/রফিকুল ইসলাম কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়