ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘হুন্ডি ব্যবসা জমজমাট হয়েছে’

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হুন্ডি ব্যবসা জমজমাট হয়েছে’

সংসদ প্রতিবেদক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বৈদেশিক মুদ্রা থেকে রাজস্ব আয় কমে যাওয়ার পেছনে হুন্ডি ব্যবসা দায়ী। হুন্ডি ব্যবসা জমজমাট হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, হুন্ডির ব্যবসা বন্ধ করতে চেষ্টা করছি। আশা করি, অচিরেই সুফল পাব।

 

সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল ইসলামের ওপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় ১০-২০ লাখ শ্রমিক পাঠানো হবে, এই সংখ্যাটা আসলে কোথা থেকে আসলো, আমি জানি না। মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/এনআর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়