ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সার্ফিং ভক্ত তাহসান

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২৬ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সার্ফিং ভক্ত তাহসান

সংবাদ সম্মেলনে উপস্থিত তাহসান

ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে : সোমবার থেকে শুরু হচ্ছে প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা ২০১৫। সার্ফিং কী জিনিস সেটা বাংলাদেশের সিংহভাগ মানুষই জানেন না। বেশ রোমাঞ্চকর এই খেলাটি বাংলাদেশে জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছে ‘সার্ফিং দ্য ন্যাশন্স’ ও বাংলাদেশ সার্ফিং ফেডারেশন।

 

বাংলাদেশেও এমন অনেক লোক আছেন যারা সার্ফিংয়ের ভক্ত। তাদেরই একজন কণ্ঠশিল্পী, অভিনেতা ও শিক্ষক তাহসান।

 

রোববার কক্সবাজার প্রেসক্লাবে সার্ফিং প্রতিযোগিতার আগে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে এসে হাজির হন তাহসান। সেখানে তিনি জানান সার্ফিংয়ের বেশ ভক্ত তিনি।

 

তাহসান বলেন, ‘কক্সবাজার আমাদের সম্পদ। কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমরা অনেক কিছু করেছি। ভোট দিয়েছি। ভোট চেয়েছি। এখনও আমরা করে যাচ্ছি। সার্ফিং এমন একটা বিষয় যেটা খুবই আকর্ষণীয় ও রোমাঞ্চকর। তাই অনেক মানুষ এই খেলা দেখতে আসে। তাই এটার মাধ্যমে আমরা কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি। সার্ফিংকে এগিয়ে নেওয়ার মাধ্যমে আমরা কক্সবাজারকেও এগিয়ে নিতে পারি। সত্যি বলতে কি, আমিও রীতিমতো সার্ফিংয়ের ভক্ত।’

 

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/২৭ এপ্রিল ২০১৫/আমিনুল/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়