ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সালামি পেয়েছিলাম ১০টাকা দিয়েছি ১০০টাকা : সাবিনা খাতুন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২৫ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালামি পেয়েছিলাম ১০টাকা দিয়েছি ১০০টাকা : সাবিনা খাতুন

বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা খাতুন

সাবিনা খাতুন। বাংলাদেশের নারী ফুটবল আকাশের জ্বলজ্বলে তারকা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম কোনো নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মালদ্বীপে দুই-দুইবার খেলতে গিয়ে তিনি নিজের নামের প্রতি সুবিচার করেছেন। দুইবারই হয়েছেন টুর্নামেন্ট সেরা। তাকে ‘গোলমেশিন’ বলা হয়ে থাকে। কারণ, বাংলাদেশের ঘরোয়া লিগে তিনি এক ম্যাচেই ১৪ গোল করেছিলেন। এখন নারী ফুটবল দলের কোনো খেলা নেই। তাই অনুশীলন করেই সময় কাটছে বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা খাতুনের। ঈদ উপলক্ষ্যে রাইজিংবিডির সিনিয়র সহ-সম্পাদক আমিনুল ইসলাম সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তারকা এই নারী ফুটবলারের সঙ্গে। তাদের সেই কথোপকথন রাইজিংবিডি’র পাঠকদের জন্য তুলে ধরা হল:


রাইজিংবিডি : ফুটবলার না হলে কি হতেন?
সাবিনা খাতুন : আগে থেকে কিছু ঠিক করা ছিল না।


রাইজিংবিডি : ছোটবেলায় অনেকেই জীবনের লক্ষ্য থাকে, আপনার কী লক্ষ্য ছিল?
সাবিনা খাতুন : ছোটবেলা থেকে ভীষণ চঞ্চল ছিলাম। তবে পরিবারের ইচ্ছা ছিল ডাক্তার বানানোর।

রাইজিংবিডি : ছোটবেলার ঈদ আর এখকার ঈদ পার্থক্য কতটুকু?
সাবিনা খাতুন : ছোটবেলায় ঈদের দিন সকাল টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যেতাম। আর এখন ঈদের দিন অন্যান্য দিনের মতোই মনে হয়। বিশেষ কিছু মনে হয় না।

 

 

রাইজিংবিডি : ঈদ নিয়ে আপনার মজার কোনো স্মৃতি আছে কী?
সাবিনা খাতুন : ছোটবেলায় ঈদের আগের দিন বন্ধুরা মিলে আতশবাজি, ফটকা ফুটাতাম। ওই দিনগুলো খুব মিস করি।
 
রাইজিংবিডি : আপনার প্রিয় খাবার কী?
সাবিনা খাতুন : নুডুলস…ফিরনি।

রাইজিংবিডি : কার হাতে রান্না সবচেয়ে বেশি ভালো লাগে?
সাবিনা খাতুন : অবশ্যই মায়ের হাতের রান্না।

রাইজিংবিডি : মায়ের পরে যদি কারোটা হয় তাহলে সেটা কে?
সাবিনা খাতুন : বড় আপু ও মেজো আপুর হাতের রান্না।

রাইজিংবিডি : এবার ঈদে বিশেষ কোনো পরিকল্পনা আছে কী?
সাবিনা খাতুন : একদমই না। হা হা হা।


রাইজিংবিডি : জীবনের প্রথম ঈদ সালামি কত পেয়েছিলেন এবং প্রথম কত দিয়েছিলেন?
সাবিনা খাতুন : পেয়েছিলাম ১০ টাকা। আর দিয়েছি ১০০ টাকা।


রাইজিংবিডি : আগামী ঈদ পর্যন্ত আপনি কী অর্জন করতে চান?
সাবিনা খাতুন : কোনো খেলাই তো নেই। তবে নিজের অবস্থানটা ধরে রাখতে চাই।

 

 

রাইজিংবিডি : ঈদের দিন কী করতে পছন্দ করেন?
সাবিনা খাতুন : টেলিভিশন দেখতে।


রাইজিংবিডি : টেলিভিশনে কী দেখতে পছন্দ করেন?
সাবিনা খাতুন : আমি গান শুনতে পছন্দ করি। তাই ঈদের দিনটা গান শুনেই কাটিয়ে দিব।

রাইজিংবিডি : আপনার প্রত্যাশা অনুযায়ী ঈদ কাটুক সেই শুভকামনা করছি। ধন্যবাদ।

সাবিনা খাতুন : আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ রাইজিংবিডিকে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়