ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিলংয়ে সালাহ উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট

কামরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৩ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিলংয়ে সালাহ উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট

সালাহ উদ্দিন (ডানে)

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রাক্তন প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে শিলং পুলিশ।

 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘মেঘালয়ের শিলং পুলিশ মামলার তদন্তকাজ সম্পন্ন করেছে এবং আজই (বুধবার) অভিযোগপত্র জমা দিয়েছে।’

 

ওই কর্মকর্তা আরো জানান, সালাহ উদ্দিন আহমদ বিদেশ ভ্রমণে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ফরেনার্স অ্যাক্ট-এর ১৪ ধারায় অতিরিক্ত ডেপুটি কমিশনার (জুডিশিয়াল) আদালতে ওই অভিযোগপত্র জমা দেন।

 

প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর সালাহ উদ্দিনের গত ১১ মে ভারতের শিলংয়ে খোঁজ মেলে। এ সময় তার কথা অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন সে সময় দাবি করেন, তাকে হাত-মুখ বেঁধে শিলংয়ে ফেলে রেখে যাওয়া হয়েছে।

 

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-১৪ ধারায় মামলা দায়ের করে রাজ্য পুলিশ। কিন্তু সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে চান তার স্ত্রী হাসিনা আহমদ। তাকে ছাড়িয়ে নিতে জ্যেষ্ঠ আইনজীবী এস পি মোহান্তোকে নিয়োগ দিয়েছেন তিনি। এ জন্য গত ২৮ মে তার জামিন আবেদন করেন হাসিনা আহমদ। কিন্তু আদালত তা নামঞ্জুর করেন।

 

বর্তমানে তিনি পুলিশি হেফাজতে মেঘালয়ের নেগ্রিমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ১০ জুন তাকে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ রয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৫/কামরুজ্জামান/নওশের/এএন 



 


রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়