ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিনজারে পাওয়া গেল ইয়াজিদিদের গণকবর

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৭, ২৯ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনজারে পাওয়া গেল ইয়াজিদিদের গণকবর

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সিনাজারে পাওয়া গেল ইয়াজিদিদের গণকবর। ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে নিহত ইয়াজিদি সম্প্রদায়ের এসব লোক।

 

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধান পাওয়া গণকবরে ১১০ জনের লাশ শনাক্ত করা হয়েছে। সিনজার থেকে আইএসকে হটানোর পর পাওয়া যায় এই গণকবর। সেখানে আরো গণকবর থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

২০১৪ সালের আগস্টে সিনজার দখল করে আইএস। খবর রয়েছে, সিনজার শহর ও এর আশপাশের ইয়াজিদি সম্প্রদায়ের লোকদের ওপর গণহত্যা চালায় জঙ্গিরা। সেই সঙ্গে ইয়াজিদি নারী ও শিশুদের ধর্ষণ, গণধর্ষণ করে হত্যা করা হয় তাদের।

 

সবশেষ পাওয়া এই গণকবর নিয়ে ছয়টি গণকবরের সন্ধান পাওয়া গেল সিনজার শহর ও পার্শ্ববর্তী এলাকায়। এসব গণকবরে পাঁচ শতাধিক লাশের সন্ধান মিলেছে।



রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়