ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার ভোরে জেলার বাহিরগোলা সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার করোটিয়া এলাকার আবু বকরের স্ত্রী ফাতেমা খাতুন (২৮) সন্তান প্রসবের জন্য সিরাজগঞ্জ সদরের ছোনগাছার জয়নগর গ্রামে বাবার বাড়িতে আসেন। বুধবার বিকেলে তার প্রসব বেদনা শুরু হলে তাকে বাহিরগোলা সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় ডা. আনজুমান ইসলাম তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন।

 

পরে আজ ভোরে ফাতেমার প্রসব ব্যাথা তীব্র হয়, কিন্তু সে সময় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ডেকে পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা পর এক নার্স সন্তান প্রসব করানোর চেষ্টা করেন। একপর্যায়ে ফাতেমা সন্তান প্রসব করলেও তার মৃত্যু হয়।

 

এ ঘটনার পর থেকে হাসপাতালের চিকিসৎক ও নার্স পালাতক রয়েছে।

 

নবজাতকের বাবা আবু বকর বলেন, ‘ডা. আনজুমান ইসলামের অবহেলায় আমার সন্তানের মৃত্যু হয়েছে। হাসপাতালে শিশুদের অক্সিজেনের ব্যবস্থা নেই। আমার স্ত্রী সন্তান প্রসব করার সময় হাসপাতালে কোনো চিকিৎসক ও নার্স ছিল না।’

 

বিষয়টি তদন্ত পূর্বক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

 

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক পলাতক থাকার কারণে তাদের বিষয়ে কিছু জানা যায়নি।

 

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, তিনি এই ঘটনা শুনেছেন, তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নিবেন।

 

 

রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১ ডিসেম্বর ২০১৬/অদিত্য রাসেল/কেয়া/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়