ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় লোকাল ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। ফলে বিপাকে পড়েছে প্রায় চার শতাধিক যাত্রী।

 

রোববার সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে সদ্য নির্মিত লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

সিরাজগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যার দিকে রাজশাহী এক্সপ্রেস লোকাল নামে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছে। ট্রেন থেকে যাত্রী নামার পরই সদ্য নির্মিত লুপ লাইনে ইঞ্জিনটি ঘুরানোর সময় ক্রসিং পয়েন্ট থেকে ফেরার সময় লাইনচ্যুত হয়ে পড়ে।

 

এ কারণে ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও তিনি জানান।

 

তিনি আরো জানান, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেসও সিরাজগঞ্জে আসতে পারবে না।

 

 

রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১ জানুয়ারি ২০১৬/অদিত্য রাসেল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়