ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিরাজগঞ্জে লাইনচ্যুত বগি ১৪ ঘণ্টা পর উদ্ধার

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৫, ২১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে লাইনচ্যুত বগি ১৪ ঘণ্টা পর উদ্ধার

মালবাহী ট্রেন

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি ১৪ ঘণ্টা পর  উদ্ধার হয়েছে।

 

রোববার রাত ১টার দিকে বগি উদ্ধার করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশে ইকোপার্ক এলাকায় পার্বতীপুর থেকে ঢাকাগামী মালবাহী ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। বিকেল ৫টার দিকে ঈশ্বদরী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধারকাজ শুরু হয়।

 

এ ঘটনায় সয়দাবাদ রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল গফুরকে চাকরিচ্যুত এবং ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম।

 

পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে গঠিত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবিএম কামরুজ্জামান, ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার আবু হেনা মোস্তফা আলম ও বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক।

 

 

 

রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২১ নভেম্বর ২০১৬/অদিত্য রাসেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়