ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাষাসৈনিক ডা. এম মহিউদ্দিন খানের ইন্তেকাল

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৪ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাষাসৈনিক ডা. এম মহিউদ্দিন খানের ইন্তেকাল

এম মহিউদ্দিন খান

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কৃতি সন্তান ভাষাসৈনিক ডা. এম মহিউদ্দিন খান বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ... রাজিউন)।

 

শুক্রবার সকাল ৭টায় সিরাজগঞ্জ শহরের জুবলি বাগান সড়কের নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বাদ জুমা সিরাজগঞ্জ পৌরসভার খান সাহেব ঈদগাহে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

 

এম মহিউদ্দিন খান ১৯৩০ সালের ৭ মার্চ তৎকালীন সিরাজগঞ্জ মহুকুমার জুবলি বাগান লেনের পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিক্যাল কলেজে অধ্যায়নরত অবস্থায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমতলার সভায় উপস্থিতি, ১৪৪ ধারা ভঙ্গ করা এবং ব্যারাক প্রাঙ্গনে পিকেটিং করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের কবলে পড়েন। ১৪৪ ধারা ভঙ্গ করার পর পুলিশের গুলিবর্ষণে রক্তাক্ত সঙ্গিদের তিনি হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। ২৩ ফেব্রুয়ারি সারা রাত জেগে তিনি শহীদ মিনার নিমার্ণেও অংশগ্রহণ করেন।

 

১৯৫৫ সালে মহিউদ্দিন খান এমবিবিএস পাস করে ১৯৫৬ সালে সিরাজগঞ্জ শহরে প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।




 

রাইজিংবিডি/সিরাজগঞ্জ/৪ সেপ্টেম্বর ২০১৫/অদিত্য রাসেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়