ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটের ক্রীড়াঙ্গনকে আলোকিত করার প্রত্যয়

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটের ক্রীড়াঙ্গনকে আলোকিত করার প্রত্যয়

সেমিনারে বক্তব্য রাখছেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ‘ক্রীড়াঙ্গনে সিলেটের রয়েছে সুদীর্ঘ গৌরবময় ইতিহাস। আঞ্চলিকতা ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের ক্রীড়া ব্যক্তিত্বরা ছড়িয়েছেন আলো। কিন্তু গৌরবময় সেই অতীত এখন অনেকটাই বিবর্ণ। নানা সমস্যা ও সংকটে অনেকটাই পিছিয়ে পড়েছে সিলেটের ক্রীড়াঙ্গন। এ থেকে উত্তোরণের জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস।’

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, সিলেট জেলা শাখা আয়োজিত ‘সিলেটের ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এমন বক্তব্য রাখেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ’র উপ-সম্পাদক মোস্তফা মামুন। ক্রীড়ালেখক সমিতি, সিলেট শাখার সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সহ-সভাপতি তালহা বিন নজরুল, কাজী শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য ইকরামউজ্জামান চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনার আয়োজন কমিটির আহবায়ক ও সমিতির সিলেট শাখার সহ-সভাপতি মান্না চৌধুরী।

সেমিনারে বক্তারা বলেন, ‘সিলেটে পর্যাপ্ত মাঠের অভাব রয়েছে। দক্ষ সংগঠকের অভাবও এখানে। এখানকার ক্রীড়াঙ্গনে বিরাজ করছে স্থবিরতা। উপজেলা পর্যায়ে খেলাধুলার প্রসারে নেই তেমন কোনো উদ্যোগ। জেলা ক্রীড়া সংস্থা চেষ্টা করলেও সেটা পর্যাপ্ত নয়। সিলেটের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংগঠন হিসেবে জেলা ক্রীড়া সংস্থাকে আরো গতিশীল ও তৎপর হতে হবে। বিবর্ণ বর্তমানকে পেছনে ফেলে সোনালী সাফল্যের রোদ্দুরে আলোকিত হতে হলে এখন থেকেই নিতে হবে কার্যকর ও সঠিক পদক্ষেপ।’ ব্যক্তিগত বিভেদ ও দ্বন্দ্ব ভুলে সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

ক্রীড়ালেখক সমিতি, সিলেট শাখার সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিলেট শাখার সাবেক সভাপতি মানব চ্যাটার্জী। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, ক্রীড়ালেখক সমিতি সিলেট শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ চৌধুরী খালেদ, সত্তর দশকের অ্যাথলেট মারিয়ান চৌধুরী মাম্মি, সিলেট সোনালী অতীত ক্লাবের সভাপতি লিয়াকত আলী চেরাগ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজক প্রমুখ। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়ালেখক সমিতি, সিলেট শাখার কার্যনির্বাহী সদস্য শফিকুর রহমান চৌধুরী।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আল আজাদ, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক আজিজুল হক মানিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মুফতী আবদুল খাবির, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিজিত চৌধুরী, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন, কবির আহমদ, একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, ডিবিসি টিভির সিলেট ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, চ্যানেল টোয়েন্টিফোরের সিলেট ব্যুরো প্রধান গুলজার আহমদ, ক্রীড়ালেখক সমিতি, সিলেট শাখার কোষাধ্যক্ষ হাসান মোহাম্মদ শামীম, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম কামাল, মাহবুবুল আলম সাদেক, সমিতির সদস্য কাইয়ুম আল রনি, মোস্তাফিজ রুমান, মিজান আহমদ চৌধুরী, সাংবাদিক শাফায়েত অপু, ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, আনোয়ার হোসেন প্রমুখ।

 

রাইজিংবিডি/সিলেট/২১ জানুয়ারি ২০১৭/কামাল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়