ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুনির্দিষ্ট কারণ ছাড়া মনিটরিং হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুনির্দিষ্ট কারণ ছাড়া মনিটরিং হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে  মনিটরিং করা হবে না। এনটিএমসির পক্ষ থেকে ব্যক্তিকেন্দ্রিক ডাটাবেজ থাকবে। সেখানে তার সব ধরনের তথ্য থাকবে।

বুধবার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও অপরাধী শনাক্তে সব আইনশৃঙ্খলা বাহিনীকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। এনটিএমসির পক্ষ থেকে নেওয়া ডাটাবেজে থাকবে একজন ব্যক্তির সব ধরনের তথ্য। ২০০৭ সালে এনএমসি গঠিত হলেও বর্ধিত কলবরে, বিশাল কর্মতৎপরতা নিয়ে ২০১৩ সালের ৩১ জানুয়ারি এনটিএমসি নামে যাত্রা শুরু করে দেশের অন্যতম প্রধান পর্যবেক্ষণ সংস্থায় রূপ নিয়েছে।

তিনি বলেন, সংস্থাটি প্রধানমন্ত্রীর নামে ৭৫২টি এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর নামে প্রায় এক হাজার ভুয়া আইডি, পেজ ও গ্রুপ এবং নির্বাচন কমিশনের নামে ৮টি আইডি, ৩টি পেজ ও ১৪টি গ্রুপ বন্ধ করেছে।’

সংস্থার সাফল্যের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি তৎপরতায় ব্যবহৃত ১৪১টি ও ফেসবুক আইডিও বন্ধ করেছে তারা। আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপ ফাঁস করেছে আলাপকারীরাই। এনটিএমসি এগুলো মনিটরিং করেছে। সংস্থাটির নিজস্ব কার্যালয়সহ ডাটা সেন্টার, মনিটরিং সেন্টার, কমান্ড সেন্টার, পাওয়ার সাব-স্টেশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দেশের জন্য সুফলও বয়ে এনেছে।’

এর আগে তিনি সংস্থার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়