ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

টয়লেট পরিষ্কার করতে বাধ্য করায় বৃদ্ধের মৃত্যু

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৪, ১১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টয়লেট পরিষ্কার করতে বাধ্য করায় বৃদ্ধের মৃত্যু

আহমেদ শরীফ : আমেরিকার ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি স্টোরের টয়লেট পরিষ্কার করতে বাধ্য করায় শোকে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।

 

মর্মান্তিক এই ঘটনার পর ৬৯ বছর বয়সি ফার্নান্দো এলিজারারাসের স্ত্রী মামলা করেছেন ওয়ালগ্রিন্স নামে ওই স্টোরের বিরুদ্ধে।

 

তার স্ত্রী মারিয়া অভিযোগ করেন, তার স্বামী ওই স্টোরের একটি টয়লেট ব্যবহার করে চলে আসার সময় তাকে কর্মচারীরা আটক করে ওই টয়লেট পরিষ্কার করতে বাধ্য করে। তাকে বাধ্য করা হয় ২০ মিনিট ধরে টয়লেট পরিষ্কার করতে। বিষয়টি ফার্নান্দোকে মানসিকভাবে খুব আঘাত করে। এই অপমান সহ্য করতে না পেরেই মৃত্যু হয় তার।

 

তবে স্থানীয় এক আইনজীবী বেলভিন পেরি মামলাটির পরিণতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, অপমাণিত হওয়ার ঠিক কত সময় পর ফার্নান্দো মারা গেছেন তা মামলায় উল্লেখ করা হয়নি। ঠিক কোন সময় তার মৃত্যু হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ।

 

এ বিষয়ে অবশ্য ফার্নান্দোর পক্ষের আইনজীবী ও ওয়ালগ্রিন্স কোম্পানির আইনজীবী কিছু জানাতে চাইছে না। তবে ফার্নান্দোর অস্বাভাবিক মৃত্যুর জন্য তার পরিবার বড় ক্ষতি পূরণ দাবি করেছে। এরপর ৫ লাখ ডলারে বিষয়টি নিষ্পত্তি করতে চাইছে দুপক্ষ।

 

ভিডিও :

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৬/এসএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়