ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচক কমলেও বেড়েছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে ঘটেছে। তবে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

 

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

 

লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫২৫ কোটি ৫৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৫ কোটি ৭৬ লাখ টাকা বেশি।

 

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, ওয়েস্টার্ন মেরিন, এসিআই লি., সাইফ পাওয়ার, শাশা ডেনিমস, এমজেএল বিডি, সামিট এলায়েন্স, ইফাদ অটোস ও  বারাকা পাওয়ার।

 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বিএসসিসিএল, জেমিনী সী ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, হামিদ ফেব্রিক্স, ইফাদ অটোস, সামিট এলায়েন্স, খান ব্রাদার্স, এনটিসি ও সিভিওপিআরএল।

 

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ঢাকা ব্যাংক, জাহিন টেক্সটাইল, এপেক্স ট্যানারি, ন্যাশনাল লাইফ ইন্সু., ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড ইন্সু., এসিআই ফরমুলেশন, স্ট্যান্ডার্ড ইন্সু., গ্রামীণ স্কিম-২ ও পিপলস লিজিং।

 

দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট কমে ৭ হাজার ৯৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৫ লাখ টাকা।

 

লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৫/নিয়াজ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়