ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের উত্থানেও কমেছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

 

দিনশেষে ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৬ পয়েন্টে।

 

ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮২৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। যা গতকালের তুলনায় ৭২ কোটি ৫১ লাখ টাকা কম।

 

এ বাজারে লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- আমান ফিড লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, কেয়া কসমেটিকস, এসিআই এবং ইবনে সিনা।

 

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯৩ পয়েন্টে। লেনদেন হয় ২৮ কোটি টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয় ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৫/নিয়াজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়