ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সূচকের পতনে লেনদেন চলছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২৭ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের পতনে লেনদেন চলছে

অর্থনৈতিক প্রতিবেদক : আবারো সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার মূল্যসূচকের পতনে লেনদেন চলছে এখানে।

 

বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টি কোম্পানির, দর কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর।

 

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৭ পয়েন্টে।

 

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৬/আশিক/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়