ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ২৮ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন চলছে মূল্যসূচকের মিশ্রাবস্থায়।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির, দর কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।

 

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৮ পয়েন্টে।

 

রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।

 

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে।  লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৮৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

 

রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৬/আশিক/হাসান/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়