ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সূচকের সামান্য উত্থানে বেড়েছে লেনদেন

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের সামান্য উত্থানে বেড়েছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

 

দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৭ পয়েন্টে।

 

ডিএস ৩০ সূচক দশমিক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৩ পয়েন্টে। ডিএসইতে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৯ কোটি ৭৬ টাকা বা ৪২ দশমিক ৯৪ শতাংশ বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৩৪৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।

 

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- আমান ফীড, শাহাজীবাজার পাওয়ার, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল ও ইবনে সিনা।

 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- আনোয়ার গ্যালভানাইজিং, বীচ হ্যাচারী, এআইবিএল ১ম ইসলামি মি. ফা., ফুয়াং সিরামিকস, লিগেসী ফুটওয়্যার, জেমীনি সী ফুড, এপেক্স ফুডস, মার্কেন্টাইল ব্যাংক ১ম মি. ফা., গোল্ডেন হারভেস্ট ও লিন্ডে বিডি।

 

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., আইসিবি ১ম এনআরবি, আইসিবি সোনালি ১, আইএফআই ইসলামি মি. ফা. ১, প্রাইম ১ আইসিবিএ, আইসিবি ৩য় এনআরবি, আমান ফীড, আইসিবি এএমসিএল ২য়, আইসিবি এম্পয়ী মি. ফা. ১ স্কীম ১ ও আইসিবি ২য় এনআরবি।

 

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকার শেয়ার। মোট লেনদেন হয়েছে ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টি কোম্পানির, দর কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/নিয়াজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়