ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সূচকের বড় পতনে সপ্তাহ শেষ

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২৩ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের বড় পতনে সপ্তাহ শেষ

অর্থনৈতিক প্রতিবেদক : সূচকের বড় ধরনের পতনে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

 

দিনশেষে দেশের প্রধান শেয়ারবজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৭৩  পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১৯২.২০ পয়েন্টে।

 

গত কার্যদিবস বুধবার ৫২৫ কোটি টাকার বেশি লেনদেন হলেও বৃহস্পতিবার তা ৪০০ কোটি টাকাও ছাড়াতে পারেনি। দিনশেষে লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৬৭ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪৭ কোটি ৯১ লাখ টাকা।

 

লেনদেনে অংশ নেওয়া ৩০৪ টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৬২ টির, কমেছে ২২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির দর।

 

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হল- ইউনাইটেড পাও্য়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, খুলনা পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, এসিআই, এসএ পোর্ট, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা ও সাইফ পাওয়ারটেক।

 

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৪২.৩১ পয়েন্ট কমে দিনশেষে ৭৮১৪.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির দর।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৫/নিয়াজ/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়