ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সেনাবাহিনী আর থাইল্যান্ডের অভ্যুত্থান করবে না’

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সেনাবাহিনী আর থাইল্যান্ডের অভ্যুত্থান করবে না’

আন্তর্জাতিক ডেস্ক : গত আট দশকেরও বেশি সময়ে ১২ বার অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। তবে এবার দেশটির সেনাপ্রধান জেনারেল চ্যালিরমচাই সিত্তিহসা জানিয়েছেন, তারা ভবিষ্যতে আর কখনো ক্ষমতা দখল করবেন না।

 

সোমবার থাই সংবাদমাধ্যমে সেনাপ্রধানের এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

 

জেনারেল চ্যালিরমচাই সিত্তিহসাকে প্রশ্ন করা হয়েছিল,  নির্বাচনে যদি জনগণের ভোটে রাজনৈতিক দলগুলো বিজয়ী হয়, তাহলে সেনাবাহিনী এতে হস্তক্ষেপ করবে কি না। জবাবে তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, আর কখনো সেনা অভ্যুত্থান ঘটবে না। সেনা অভ্যুত্থান ঘটার কী কারণই বা ঘটবে? আর কখনো এটি ঘটবে না। আমরা ইতিমধ্যে অতীত থেকে শিক্ষা নিয়েছি।’

 

সেনাপ্রধানের এ বক্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। ফেসবুকে একাপং লিসিনলা নামে একজন লিখেছেন, ‘সেনাবাহিনী যদি এ ধরণের কিছু বলে থাকে তাহলে আমি নিশ্চিত এর উল্টোটাই ঘটবে।’

 

পিস পংচান্দার নামে একজন লিখেছেন, ‘ এ ধরণের প্রশ্ন কেন? আমরা সবাই জানি তার জবাব কী হবে। কেই বা হ্যা বলতে চায়?’

 

২০১৪ সালে সেনবাহিনী থাইল্যান্ডের বেসামরিক সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে। এরপর প্রাক্তন সেনাপ্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ূত চ্যান ওঁচা দ্রুত জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। পরে অবশ্য সেনাবাহিনী দেশটির সংবিধান নতুন করে তৈরির ঘোষণা দেয়। সেনাপ্রধান জানিয়েছেন, নতুন সংবিধানের কাজ শেষ হলেই নির্বাচন দেয়া হবে। তবে প্রায় দুই বছর পেরিয়ে গেলেও সংবিধান প্রণয়নের কাজ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়