ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় নির্মাণাধীন ওয়াসার পানি শোধনাগার প্রকল্পে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ ইউসুফ (২৩) ও নজরুল ইসলাম (৩০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে নির্মিত একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য এর ভিতরে প্রবেশ করেন দুই শ্রমিক। নামার কিছুক্ষণের মধ্যেই এর ভেতরে জমে থাকা দূষিত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ অক্টোবর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়