ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্ত্রীর মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীর মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সদর উপজেলায় স্ত্রী শামীমা নাসরীনের দায়ের করা যৌতুক মামলায় স্বামী মেজর এ কে এম সাইফুল ইসলাম বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

রোববার দুপুরে গাইবান্ধা (সদর) আমলী আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

এ কে এম সাইফুল ইসলাম (ব্যাচ নং ৫২২০) চট্রগ্রাম সেনা নিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে মেজর পদে কর্মরত। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়।

 

শামীমা নাসরিনের আইনজীবী সরওয়ার বাবলু জানান, ২০০২ সালের ২৫ জুন গাইবান্ধা জেলা শহরের থানাপাড়ার বাসিন্দা শামীমা নাসরিনকে বিয়ে করেন সাইফুল। বিয়ের পর দাম্পত্য কলহের জের ধরে গত ২২ আগস্ট সাইফুলের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন শামীমা নাসরীন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই দিনেই আসামি সাইফুলের বিরুদ্ধে সমন জারি করেন।

 

এরপর তিনটি সমনের তারিখ অতিবাহিত হলেও সাইফুল আদালতে হাজির হননি। আজ রোববার সমন জারির চতুর্থ তারিখ ধার্য ছিল। কিন্তু আসামি সাইফুল ইসলাম আজও আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

 

রাইজিংবিডি/গাইবান্ধা/ ১১ ডিসেম্বর ২০১৬/মোমেনুর রশিদ সাগর/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়